ওয়েব ডেস্ক : পুরানো জমানার পুরপ্রতিনিধি বা কাউন্সিলারদের সংজ্ঞা একেবারেই পাল্টে দিয়েছেন এইসময়ের কয়েকজন তরুণ কাউন্সিলার। এদের মধ্যে অন্যতম হলেন অশোকনগর কল্যাণগড় পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সঞ্জয় রাহা। তাঁর ঘড়ির কাঁটা দিনরাত সবসময়ই সচল। ২৪ ঘণ্টা ৭ দিন মানুষের জন্য কাজ করেন সঞ্জয়। বৃহস্পতিবার গরমে অসুস্থ হয়ে পড়া এক ব্যক্তিকে অশোকনগরের ভবঘুরেদের আবাসস্থল রবীন্দ্র নিকেতনে পৌঁছে দেন তিনি। কলকাতা এবং সন্নিহিত জেলায় বেশ কয়েকদিন ধরেই চলছে তীব্র তাপপ্রবাহ। আর সেই তাপপ্রবাহের মধ্যেও মানুষের জন্য ক্লান্তিহীন সঞ্জয়। কচুয়া-কাঁকপুল রোডের মধুবনী অনুষ্ঠান বাড়ির সামনে শুক্রবার সারাদিন ধরে তৃষ্ণার্ত পথিকদের দেওয়া হয় বাতাসা আর ঠান্ডা জল। নেতৃত্বে কাউন্সিলার সঞ্জয় রাহা। তাঁর নেতৃত্বেই স্থানীয় বেশকিছু যুবক-যুবতী মেতে রইলেন তৃষ্ণার্ত পথিকদের তৃষ্ণা নিবারণে। বাদ গেল না বিপক্ষ রাজনৈতিক দলের প্রচারে আসা কর্মী সমর্থকেরাও। এ প্রসঙ্গে সঞ্জয় বাবু জানান, ৪০ ডিগ্রির ওপরে তাপমাত্রা। এই তীব্র দাবদাহের মধ্যে যাতে হিট স্ট্রোকের মতন ঘটনা না ঘটে, সেদিকে লক্ষ্য রেখেই তাঁর এই উদ্যোগ। তবে শুধুমাত্র এদিনই নয়, এই তীব্র তাপপ্রবাহ যে কদিন চলবে সে কদিন ধরেই এভাবেই পথিকদের তৃষ্ণা মেটাতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান সঞ্জয়। তাঁর এই উদ্যোগের উচ্চকন্ঠে প্রশংসা করেছেন পথচলতি পথিক ও এলাকার বাসিন্দারা।
88 Views