ওয়েব ডেস্ক : দলীয় নির্বাচনি ইশতেহারকে ‘মুসলিম লীগের ছাপ’ বলে উল্লেখ করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করল কংগ্রেস। শনিবার নরেন্দ্র মোদির কটাক্ষের জবাবে তাঁকে পালটা আক্রমণ করেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। তিনি বলেন, প্রধানমন্ত্রী তার ইতিহাস জানেন না। তৎকালীন হিন্দু মহাসভার সভাপতি মুখার্জি নিজে মুসলিম লীগের সঙ্গে বাংলায় জোট সরকারের শরিক ছিলেন। বিজেপি বিভাজনের রাজনীতি করছে বলে অভিযোগও করেন তিনি। সিন্ধু এবং উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশেও মুসলিম লীগের সঙ্গে হিন্দু মহাসভা জোট করেছিল উল্লেখ করে রমেশ বলেন, এটা বিজেপি, কংগ্রেস নয়। বিজেপি বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে এবং তা অনুশীলন করে।

এদিন প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের সাহারানপুরে এবং তারপরে রাজস্থানের আজমীরে তাঁর জনসভায় কংগ্রেসের ইশতেহার নিয়ে কটাক্ষ করেন। তিনি বলেন, কংগ্রেস ইশতেহারে মুসলিম লীগের ছাপ রয়েছে এবং এর একটি অংশ বামপন্থীদের দ্বারা প্রভাবিত। দেশের প্রাচীন রাজনৈতিক দল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেন, মুসলিম লীগের ছাপ থাকা এই ইশতেহারের অবশিষ্ট কিছু বামপন্থীরা দখল করে নিয়েছে। এখন কংগ্রেসের কাছে নীতি বা রাজনীতি নেই। মনে হয় কংগ্রেস চুক্তিতে সবকিছু করে থাকে এবং পুরো দলের সবকিছি আউটসোর্স করে থাকে। এর পালটা কংগ্রেসের কটাক্ষ, প্রধানমন্ত্রী ইতিহাস জানেন না।

104 Views