অভিরূপ চক্রবর্তী

বৃষ্টি আনতে অভিনব উদ্যোগ নিল হাবরার টুনিঘাটা এলাকার এক টাকার পাঠশালা। শুক্রবার ব্যাঙের বিয়ের আয়োজন করে এই সংস্থা। এলাকার পুকুর থেকে জল আনতে যাওয়া, বিয়ের আসর তৈরি করা, এর সবটাই করেছে পাঠশালার ছোট ছোট ছেলেমেয়েরা। বর-কনে ব্যাঙকে প্রথমে হলুদ গায়ে মাখিয়ে স্নান করানো ও পরে সুন্দর করে সাজানো হয়। অতিথি হিসেবে আরও কয়েকটি ব্যাঙকে বিয়ের আসরে নিয়ে আসা হয়। পরে সব ব্যাঙগুলিকে পাশের একটি ছোট পুকুরে ছেড়ে দেওয়া হয়। যদিও এর কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই। তবে একসময় এই ধরনের চল ছিল। তাই বৃষ্টি আনতে পুরনো ঐতিহ্যকেই ঢাল করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

অন্যদিকে, এই ঘটনার তীব্র নিন্দা করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমন্ডলীর সদস্য প্রদ্যুৎ কর্মকার। তিনি জানান, এক টাকার পাঠশালা সংগঠন অনেক ভালো কাজ করছে বলে জানতাম। কিন্তু আজ তারা যেটা করলেন তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ব্যাঙের বিয়ের সঙ্গে বৃষ্টি হওয়ার কোনও সম্পর্ক নেই। এটা ঘটনা ৪০ ডিগ্রির উপরে বেশ কিছুদিন ধরে তাপমাত্রা চলছে। বৃষ্টির দেখা নেই। এমনটা কলকাতা এবং সন্নিহিত জেলায় বিরল। এর মূল কারণ জলাশয় বন্ধ করে ফেলা এবং গাছ কেটে ফেলা। জলবায়ু পরিবর্তন যাতে না হয় ও পরিবেশ দূষণ রোধ করতে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ নিরলসভাবে কাজ করছে। তবে এ ধরনের কুসংস্কার ছোটদের মধ্যে ছড়ানো সঠিক কাজ হয়নি।

67 Views