ওয়েব ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বুধবার দলের নির্দেশে ক্ষমা প্রার্থনা করেন তিনি। অভিযোগ, মঙ্গলবার মুখ্যমন্ত্রীর পিতৃ পরিচয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তিনি কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ ওঠে। এনিয়ে নির্বাচন কমিশনে নালিশও জানায় তৃণমূল। অন্যদিকে, এই মন্তব্যের প্রেক্ষিতে তাঁর ব্যাখ্যা চেয়ে দিলীপকে এজন্য ক্ষমা চাওয়ার নির্দেশ দেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই নির্দেশ মেনে তিনি প্রকাশ্যে ক্ষমাপ্রার্থনা করলেন। সূত্রের খবর, নির্বাচন কমিশনও দিলীপকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে। ওই নোটিশে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এনিয়ে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ জানান, নির্দেশ মতো দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে সাংবিধানিক রীতিকে মর্যাদা দিয়ে কমিশনকে জবাব দেবেন তিনি। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনেও তাঁর বিরুদ্ধে পদক্ষেপ করেছিল কমিশন। ৪৮ ঘণ্টার জন্য প্রচার বন্ধ রেখে বাড়িতে বসে থাকতে হয়েছিল তাঁকে।
102 Views