ওয়েব ডেস্ক : বারাসাত লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার পুজো দিলেন হাবরার শিববাড়ি মন্দিরে এবং দুর্গা মন্দিরে। সোমবার মন্দিরে পুজো দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার বাড়িতেও শিব আছে এবং আমি বাড়িতেও শিবের আরাধনা করি। এখানে আমি আগেও এসেছি। অসাধারণ এই মন্দিরের শিবলিঙ্গ। নিয়ম আচার মেনেই এখানে পুজো হয়। এই কারণেই এদিন আমি শিববাড়ি মন্দিরে পুজো দিলাম। ভোটে জেতার ক্ষেত্রে আমি ১০০ শতাংশ আশাবাদী এবং অন্য কোনও প্রার্থী বা অন্য কারো কাজ নিয়ে আমি কোনও মন্তব্য করব না। আমার কাজ মানুষের কাছে পৌঁছে মানুষের কাজ করা। আমি সেটা করব। আমার সঙ্গে যারা আছেন, তাঁরা সবাই মানুষের কাজ করেন। পাশাপাশি, বিজেপি প্রার্থীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ নিয়ে তিনি বলেন, হয়তো নিশ্চয়ই ওদের দলের লোকজনের কাছে প্রমাণ আছে। এর জন্য বলছে তারা। আমরা এ বিষয়ে কোনও কিছু বলতে পারব না। লড়াইটা আমাদের রক্তে আছে। সুতরাং আমাদের লড়াই করেই জিততে হবে।

123 Views