ওয়েব ডেস্ক : লোকসভা নির্বাচনে বিজেপির ৪০০-এর বেশি আসন জয়ের লক্ষ্যকে কটাক্ষ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, গেরুয়া শিবিরকে অন্তত ২০০ আসনে জয়ী হওয়ার চ্যালেঞ্জ জানালেন। রবিবার নদিয়ার ধুবুলিয়ায় তাঁর প্রথম নির্বাচনি জনসভায় বিজেপির উদ্দেশে এভাবেই চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। অন্যদিকে, তৃণমূল সুপ্রিমো এদিন সাফ জানান, রাজ্যে সিটিজেনশিপ অ্যামান্ডমেন্ট অ্যাক্ট (সিএএ) বা নাগরিকত্ব সংশোধনী আইন বাস্তবায়নের অনুমতি দেবেন না তিনি। সিএএ অনুযায়ী নাগরিকত্বের আবেদন করলে একজন আবেদনকারীকে বিদেশীতে পরিণত করা হবে উল্লেখ করে সতর্ক করেন মুখ্যমন্ত্রী এবং আবেদন না করার জন্য অনুরোধ করেন।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি বলছে ‘৪০০ পার’। আমি তাদের ২০০ আসন অতিক্রম করার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ২০০ আসন পারের ডাক দিয়েছিল বিজেপি। কিন্তু ৭৭-এ থেমে যেতে হয়। এছাড়াও তিনি বলেন, সিএএ বৈধ নাগরিকদের বিদেশীতে পরিণত করার ফাঁদ। আমরা পশ্চিমবঙ্গে সিএএ বা এনআরসি-এর অনুমতি দেব না। তৃণমূল সুপ্রিমো এদিন সিপিএম ও কংগ্রেসের তীব্র নিন্দা করেন৷ তিনি বলেন, পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট নেই। সিপিএম এবং কংগ্রেস বাংলায় বিজেপির পক্ষে কাজ করছে। এদিন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে আয়োজিত জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, আমাদের সাংসদ মহুয়া মৈত্রকে অপমান করা হয়েছিল এবং তাঁকে লোকসভা থেকে বহিষ্কার করা হয়েছিল। কারণ, তিনি বিজেপির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বিজেপির মুখোশ খুলে দিতে মহুয়াকে জয়ী করার আবেদন জানান মুখ্যমন্ত্রী।

71 Views