আশিস কুমার ঘোষ, হাবরা

একসময় মুখের বোলের সঙ্গে খোলের বোল মিলিয়ে কীর্ত্তনের আসর কাঁপিয়ে দিতেন শ্রীখোল বাদক পিন্টু ঘোষ। ৫ দশকের বেশি সময় ধরে দেশের বিভিন্ন প্রান্তে আসর মাতিয়ে খ্যাতি কুড়িয়েছেন তিনি। দীর্ঘ ৫৩ বছরে প্রচুর ছাত্র তৈরি করেছেন। কিন্তু এখন শারীরিক অসুস্থতা ও বয়সের কারণে তেমন কোনও কাজ পাচ্ছেন না। জানা গিয়েছে, এই প্রথিতযশা শিল্পী বর্তমানে চরম অর্থকষ্টে দিনযাপন করছেন।

উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের কাঁকপুলের বাসিন্দা পিন্টু ঘোষ। সম্প্রতি নিজের বাড়িতে বসে আক্ষেপ করে তিনি বলেন, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের কোনও উদ্যোগ নেই। জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের তরফ থেকে আগে বিচারকের জন্য ডাকত। এখন সে ডাক আর আসে না। তথ্য ও সংস্কৃতি দপ্তর থেকে মাসিক ভাতা ১০০০ টাকা পাওয়া যায়, ব্যাস ওটুকুই। বাড়িতে অসুস্থ স্ত্রীকে নিয়ে চরম অভাব অনটনে দিনযাপন করছেন তিনি। এই শিল্পীর অনটন ঘোচাতে কেউই আর এগিয়ে আসে না ।

54 Views