ওয়েব ডেস্ক : রংয়ের উৎসবে মেতে উঠলেন ছোট্ট ছোট্ট খুদে ক্যারাটে শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা। উত্তর ২৪ পরগনার অশোকনগর শহিদ সদনে গত মঙ্গলবার বিকেলে এই বসন্ত উৎসবে সংগীত নৃত্যে মাতিয়ে দিল ছোটরা। প্রখ্যাত সোতোকান ক্যারাটে প্রশিক্ষক মনোতোষ করের উদ্যোগে এই বসন্ত উৎসবে হাজির হয় হাবরা অশোকনগর এবং মছলন্দপুরের কচিকাচারা। সঙ্গে তাদের অভিভাবকাদেরও রঙের উৎসবে নাচে গানে মেতে উঠতে দেখা যায়। প্রশিক্ষক মনোতোষ কর জানান, দিন দিন মোবাইলের প্রতি আসক্তি বাড়ছে খুদেদের। সেই আসক্তি দূর করতে এবং জীবনে শৃঙ্খলা আনতে ক্যারাটে শেখার কোনও বিকল্প নেই। পাশাপাশি ক্যারাটে শিখলে পরে মেয়েরাও রাস্তাঘাটে আত্মরক্ষা করতে পারবে।

অন্যদিকে, এক অভিভাবিকা তনুজা সুর জানান, ক্যারাটে ছাত্র-ছাত্রীদের জীবনে শৃঙ্খলা আনে। সেই সঙ্গে মেয়েদেরও কনফিডেন্স বাড়াতে সহায়ক হয়ে ওঠে। সেই কারণেই ক্যারাটে শেখা প্রয়োজন । পাশাপাশি বসন্ত উৎসব সকলকে একত্রিত করে নিজেদের মধ্যে মেলবন্ধন তৈরি করে বলে তিনি জানান। সবমিলিয়ে রঙে রঙে মেতে উঠেছিল খুদেরা, যা দেখে খুশি তাদের অভিভাবকরাও মেতে উঠলেন বসন্ত উৎসবে। সকলেই এই অভিনব উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন ক্যারাটে প্রশিক্ষক মনোতোষ করকে। ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র চালানোর ব্যাপারে সহযোগিতার জন্য অশোকনগর কল্যাণগড় পুরসভা, সিআই সিসদস্য কৃষ্ণা চক্রবর্তী ও পুরপ্রধান প্রবোধ সরকারের প্রশংসা করেন মনোতোষ বাবু।

83 Views