ওয়েব ডেস্ক : আন্তর্জাতিক শ্রমিক দিবস মে দিবসে ‘শ্রমিক বিরোধী বিজেপি সরকার হঠাও শ্রমিক বাঁচাও দেশ বাঁচাও’ আহ্বান রেখে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরে মিছিল করল পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড ডে মিল) ইউনিয়ন। বুধবার বিকেলে অশোকনগর ৮ নং কালিবাড়ি মোড় থেকে এই মিছিল শুরু হয়। শেষ হয় কচুয়া মোড়ে। পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড ডে মিল) ইউনিয়নের রাজ্য সম্পাদক জয়শ্রী দাসের নেতৃত্বে কয়েক’শ মিড ডে মিল কর্মী মিছিলে পা মেলান। মিড ডে মিল প্রকল্প বেসরকারি করা চলবে না, রন্ধনকর্মীদের ১২ মাসের বেতন দিতে হবে, মিড ডে মিল প্রকল্পে ছাত্রছাত্রীদের বরাদ্দ বাড়াতে হবে, রন্ধনকর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে, শ্রম আইন পালটে শ্রমিকের অধিকার কেড়ে নিতে দিচ্ছি না দেব না, রন্ধনকর্মীদের উৎসবকালীন অনুদান দিতে হবে-সহ বেশ কয়েকটি দাবিতে এদিন এই মিছিলে সোচ্চার হন রন্ধনকর্মীরা।
70 Views